বিয়ানীবাজারে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি দুলু গ্রেপ্তার

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

বিয়ানীবাজারে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি দুলু মিয়া ওরফে ধলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত দুলু মিয়া ওরফে ধলু মিয়া উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের মফর আলীর ছেলে।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রাম থেকে তাকে আটক করেন এসআই রুমেন আহমদ, এসআই সাইফুল ইসলাম ও এএসআই মহিবুর রহমানসহ বিয়ানীবাজার থানার একদল পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,  সে বিয়ানীবাজার থানার একটি ডাকাতি মামলার ১০ বছরের ‍সশ্রম সাজাপ্রাপ্তসহ ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করতে তৎপরতা চালিয়ে আসছিল পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার রাতে উত্তর কাকরদিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই ওই বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতো বলে জানায় পুলিশ।

ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি দুলু মিয়া ওরফে ধলু মিয়াকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *