বিয়ানীবাজারে ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
জাহাঙ্গীর আলম নামের কুখ্যাত এক ডাকাতকে গেস্খফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় তার বিরুদ্ধে পৃথক ৪টি মামলা রয়েছে। সে চারখাই এলাকার দক্ষিণ চক্রবানীর মৃত আব্দুর রউফের ছেলে।
পুলিশ জানায়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন এর তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এর নেতৃত্বে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জিরখাই হাওর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ।
এ ব্যাপারে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও মিডিয়া অফিসার) মো: লুৎফর রহমান বলেন, পুলিশ সুপার মহোদয় ওয়ারেন্ট তামিলের প্রতি বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেন। তার পরিপ্রেক্ষিতে প্রত্যেক থানায় ওয়ারেন্ট তামিলের জন্য থানা পুলিশের বিশেষ টিম অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বিয়ানীবাজারে কুখ্যাত ডাকাত গ্রেফতার হয়। এ অভিযান অব্যাহত থাকবে।