বিয়ানীবাজারে তরুণী হত্যায় আদালতে ঘাতকের দায় স্বীকার, কারাগারে প্রেরণ
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে গতকাল বসতঘরে ঢুকে নাজমিন আক্তারকে (১৮) কুপিয়ে হত্যার ঘটনায় ধৃত একমাত্র অভিযুক্ত নাজিম উদ্দিন পাশা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
বুধবার সকালে বিয়ানীবাজার থানা পুলিশ নাজিম উদ্দিন পাশাকে আদালতে পাঠায়। এ সময় সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লায়লা মেহের বানুর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয় ঘাতক পাশা। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।