বিয়ানীবাজারে দুই দিনে ২৪ জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিনিধি
বিয়ানীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। অধিকাংশ মানুষের মধ্যে থেকে সচেতনতা প্রায় উধাও। মাস্ক ছাড়াই হাট-বাজারে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট, দোকানপাট, শপিং মল, পশুর হাট সহ বিভ্ন্নি ব্যবসা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা রয়েছে। কিন্তু বিয়ানীবাজারের দোকানপাট, শপিং মল ও পশুর হাট ঘুরে দেখা গেছে, কোনও নিময়-বিধির তোয়াক্কা না করে পুরোদমে চলছে ঈদের কেনাকাটা। সামাজিক দূরত্বের বালাই নেই কোথাও। সব জায়গাতে দেখা গেছে উপচেপড়া ভিড়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, সোমবার বিয়ানীবাজার উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১৮ জন শনাক্ত হয়েছেন। রোববার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬ জন। দুই দিনে আক্রান্ত হলেন ২৪জন। এ নিয়ে বিয়ানীবাজারে করোনা শনাক্ত হলেন ৭১০ জন। মারা গেছেন ৩৮ জন।