বিয়ানীবাজারে নতুন আরও ৯ জনের করোনা শনাক্ত! মোট ২৮০ জন
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলায় নতুন আরও ৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। রোববার শনাক্ত ৯ জনের মধ্যে গত বৃহস্পতিবার করোনায় মারা যাওয়া তিলপাড়া ইউনিয়নের দাসউরা রজব গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আপ্তাব এর সংস্পর্শে আসা ৩ জন রয়েছেন।
এরমধ্যে তাঁর দু’পুত্র আল হেলাল আহমদ (৩৩) ও বেলাল আহমদ (২৮) এবং তাদের ভাগ্না নাঈম আহমদ (২৫)।
এছাড়াও নতুন আক্রান্ত ৪ জন হলেন, বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের মাশরাফি আক্তার লিজা (২৪), মাথিউরা গ্রামের সিবুল ইসলাম (৪৮), সানেশ্বর গ্রামের রণজিৎ চন্দ্র (৪০) ও কাকরদিয়া গ্রামের সাহাবুদ্দিন খান (৫৫)।
করোনা আক্রান্ত পুরনো দু’জন আবার শনাক্ত হয়েছেন। তারা হলেন, মেওয়া গ্রামের রফিক উদ্দিন (৫৪) ও ঘুঙ্গাদিয়া গ্রামের মো. জাকারিয়া (৩৩)।
নতুন আক্রান্ত সকলের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে সোমবার করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে বলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
এদিকে, এ পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৮০জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৪জন এবং সুস্থ হয়েছেন ১৯০জন।