বিয়ানীবাজারে নতুন আরো ৩ জনের করোনা শনাক্ত
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলায় নতুন আরও ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৬ জনে দাড়ালো। সোমবার রাতে সিলেটের ওসমানী হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় বিয়ানীবাজারের এই ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
বিশ্বস্ত সূত্রমতে করোনা আক্রান্তরা হলেন, মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের দুবাই যাত্রী গিয়াস উদ্দিন, দুবাগের সাদিমাপুর গ্রামের সুইডেন যাত্রী চৌধুরী ফাতিমাতুজ্জোহরা এবং মাথিউরা পশ্চিমপারের ফয়জুন নেসা। বৃদ্ধা ফয়জুন্নেছা সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আবু ইসহাক আজাদ বলেন, নতুন আক্রান্ত এই ৩ জনের অবস্থান এখনও জানা যায়নি। তাদের অবস্থান জানার পর সিলেটের না বিয়ানীবাজারের স্বাস্থ্য বিভাগের আওতায় থাকবে সেটি জানানো হবে।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্যানুযায়ী, বিয়ানীবাজারে এ পর্যন্ত করোনা রোগী রয়েছেন ১৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৬জন, মারা গেছেন ৬জন এবং ১জন পলাতক রয়েছেন।