বিয়ানীবাজারে নতুন আরো ৬ জনের করোনা শনাক্ত; মোট ৩১৭ জন আক্রান্ত
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলায় প্রতিদিন বাড়ছে মহামারী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্যবিধি না মানা এবং সচেতনতার অভাবে এমনটা ঘটছে বলে সচেতন মহল মনে করেন। অপরদিকে প্রশাসনের কোন তৎপরতা না থাকায় হাঠে মাঠে মানুষের কোলাহল অনেকটা স্বাভাবিক পরিস্থিতির মতই। বিয়ানীবাজার উপজেলায় নতুন আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩১৭ জনে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার সকালে নতুন আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে।