বিয়ানীবাজারে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বিয়ানীবাজারের অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালার উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মো: আশিক নূরের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন।
কর্মশালায় জানানো হয়,পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নামে পরিচিত।
এ উদ্যোগগুলো প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং বাংলাদেশকে ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশ নেন।