বিয়ানীবাজারে প্রবাসী ও বিজিবিসহ নতুন আরও ৭ জনের করোনা শনাক্ত
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলায় প্রবাসী, গৃহিণী ও বিজিবিসহ নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৩১ জনে দাড়াঁলো।
আক্রান্তদের মধ্যে শেওলা স্থলবন্দরের ২ জন, বিজিবি ৫২ ব্যাটালিয়নের সদস্য একজন, মাথিউরা ইউনিয়নের একজন, দুবাগ ইউনিয়নের একজন, কুড়ারবাজার ইউনিয়নের একজন। এছাড়া একজনের ফোন বন্ধ থাকায় তার বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।