বিয়ানীবাজারে মেয়র কাপের ফাইনালে আবাহনীকে হারিয়ে মোহামেডান চ্যাম্পিয়ন
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজারে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ৫ ডিসেম্বর রবিবার পিএইচজি হাই স্কুল মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ফাইনালে মোহামেডানের বিপরীতে ছিলো আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজার। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষ গোল করতে ব্যর্থ হলে ট্রাইব্রেকারে গড়ায় খেলা। ট্রাইব্রেকারে আবাহনীকে ৪-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার।
বিয়ানীবাজার পৌরসভার পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, উপজেলার ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় প্রমুখ।
এর আগে গত ৮ নভেম্বর বিয়ানীবাজার পৌরসভার পৃষ্ঠপোষকতায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন করেন সিলেট ৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ। টুর্নামেন্টে সিলেট বিভাগের ১৬ টি টিম অংশ গ্রহণ করে।