বিয়ানীবাজারে শহীদ মনু মিয়া দিবস পালিত
নিজস্ব সংবাদদাতা
বিয়ানীবাজারে ঐতিহাসিক ৭ জুন শহীদ মনু মিয়া দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টায় বিয়ানীবাজার পৌর এলাকার নয়াগ্রামে স্থাপিত ৬৬’র ৬ দফা তথা স্বাধিকার আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া স্মৃতিস্তম্ভে শহিদ মনুমিয়া স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে।
স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনরে পর শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ মজির উদ্দিন আনসারের সভাপতিত্বে এবং স্মৃতি পরিষদের সদস্য সচিব খালেদ জাফরী পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, শেখ ওয়াহিদুর রহমান একাডেমির অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, কবি ওয়ালী মাহমুদ, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুস টিটু, ফখরুল হুদা খান মামুন, অধ্যাপক ফয়সল আহমদ, সাংবাদিক আবদুল ওয়াদুদ, আহমেদ ফয়সাল, শিক্ষক বিধুভূষণ বৈদ্য প্রমুখ।
সভা শেষে শহিদ মনুমিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।