বিয়ানীবাজারে হঠাৎ করেই শীতের আমেজ!
বিয়ানীবাজারের ডাকঃ
পুরো বিয়ানীবাজার উপজেলাজুড়ে অনেকটা হঠাৎ করেই যেন শীত জেঁকে বসেছে। প্রকৃতিতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর হঠাৎ করে প্রচুর কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় বিয়ানীবাজার। সঙ্গে শীতেরও কমতি ছিল না।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার পরে তাপমাত্রা হঠাৎ করেই ২০ ডিগ্রির নিচে নেমে এসেছে। সকালে প্রচুর কোয়াশাও ছিল।
বিয়ানীবাজার পৌরশহরের বাসিন্দা ফয়সল আলম বলেন, ‘শীতের জন্য আগাম কোনো প্রস্তুতি ছিল না। হঠাৎ গতকাল থেকে প্রচুর শীত পড়েছে। এখন খুবই কষ্ট হচ্ছে।’
শীতের প্রকোপে নিম্নআয়ের মানুষদের পোহাতে হচ্ছে দুর্বিষহ পরিস্থিতি। গতকাল সন্ধ্যার পর দেখা যায় অকারণে শহরের কেউই বাইরে নেই। শীতের কারণে খুব তাড়াতাড়ি নিজ নিজ বাসায় চলে গেছেন সবাই।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীত বেড়েছে। কয়েকদিনের মধ্যে শীত আরও বাড়বে।