বিয়ানীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
বিয়ানীবাজারে র্যাব ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়েছে। এসময় পরিবেশের আইন না মেনে ইট উৎপাদন করায় দুইটি ইটভাটা ও ১টি সমিলকে জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসাইন।
অভিযানে বিয়ানীবাজারের আজিজ স-মিলকে ২০ হাজার, মেসার্স তিলপাড়া ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার ও মেসার্স আল আমিন ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, পরিবেশ আইন না মেনে দুইটি ইটভাটা ও ১টি সমিল পরিচালনা করার অপরাধে তাদেরকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১০ ফেব্রুয়ারি) এই বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, পরিবেশ আইন না মেনে দুইটি ইটভাটা ও ১টি সমিল পরিচালনা করার অপরাধে তাদেরকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) র্যাব ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এসময় উপস্থিত ছিলেন- র্যাবের মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন।