বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য বিভাগকে কেক দিয়ে স্বাগত জানালেন ইউএনও
বিয়ানীবাজারের ডাকঃ
চলমান করোনা দূর্যোগ পরিস্থিতিতে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে স্বাগত জানালেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মৌসুমী মাহবুব। মঙ্গলবার (২ জুন) নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব আকস্মিক একটি কেক নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হোন। এসময় ইউএনওকে উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় আক্রান্তদের চিকিৎসা সেবা ও নতুন রোগী সনাক্তে নমুনা সংগ্রহের জন্য বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদের নেতৃত্বাধীন টিম উপজেলার সর্বত্র চষে বেড়াচ্ছে। জিবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের করোনা চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে তাদের আন্তরিকতা দেখে মুগ্ধ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মৌসুমী মাহবুব। কেক দিয়ে স্বাগত জানানোর সময় উপস্থিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, নিঃসন্দেহে ইউএনও স্যারের এমন অনুপ্রেরণা কাজের প্রতি আমাদের আন্তরিকতা বাড়াবে বহুগুণ।স্যার, আপনার সুযোগ্য নেতৃত্বে আমরা বিয়ানীবাজার উপজেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব ইনশাআল্লাহ।