বিয়ানীবাজার থেকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামুন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার চারখাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই যুবক জকিগঞ্জ উপজেলার বাটইশাল এলাকার মোতাহার আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে কানাইঘাট উপজেলায় নিয়ে বিভিন্ন স্থানে রাত্রিযাপন করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত মামুন।
এরপর গত ২১ আগষ্ট ভিকটিমের মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। সে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে পলাতক ছিল। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে চারখাই থেকে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়। তিনি জানান, মঙ্গলবার সকালে আসামিকে কোর্টে আদালতে প্রেরণ করা হয়েছে।