বিয়ানীবাজার পূজা উদযাপন পরিষদের সম্মেলন ১৮ ফেব্রুয়ারী
সজীব ভট্টাচার্য্য
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজারে উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ১৮ ফেব্রুয়ারী শ্রী শ্রী বাসুদেব অঙ্গনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২২ জানুয়ারী বিকেল ৪টায় বিয়ানীবাজার পৌরশহরের রামকৃষ্ণ সেবাশ্রমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারী পূজা পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সুজিত চক্রবর্তীকে সভাপতি এবং অরুনাভ পাল চৌধুরী মোহনকে সাধারণ সম্পাদক করে পূজা কমিটি গঠন করা হয়েছিল। ২০২০ সালে কমিটির মেয়াদ শেষ হলেও করোনার ঝুঁকির বিবেচনায় সময় মতো সম্মেলন হয়নি বলে জানাযায়।
সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই উজ্জীবিত দেখা যায় কমিটির নেতাকর্মীদের মধ্যে। তারিখ ঘোষনার পর পরই বেশ নড়েচড়ে বসেছেন তারা। ইতিমধ্যে সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা জানান দিয়ে ব্যাপক প্রচারণা করতে দেখা গেছে উপজেলা ও ইউনিয়ন কমিটির ভোটারদের কাছে। কে হবেন সভাপতি ও সম্পাদক এনিয়ে চলছে আলোচনা সমালোচনা।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েক জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে সভাপতি পদে আলোচনায় রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক অরুনাভ পাল চৌধুরী মোহন, কান্তি চক্রবর্তী, অজিত আচার্য্য, রাঘব চক্রবর্তী প্রমুখ। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বিপ্লব চক্রবর্তী, আশীষ চক্রবর্তী, সাধন চন্দ্র দাস প্রমুখ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কে হবেন সভাপতি ও সাধারণ সম্পাদক তা জানা যাবে সম্মেলনের পরেই।
সম্মেলনের শুভ উদ্ধোধন করবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজারে উপজেলা শাখার সভাপতি সুজিত চক্রবর্তী বলেন, সম্মেলন সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্বে বেরিয়ে আসবে তাদেরকেই আমরা বরণ করে নিবো।