বিয়ানীবাজার পৌর নির্বাচনে মেয়র প্রার্থী পিন্টুর মনোনয়নপত্র প্রত্যাহার
নিজস্ব সংবাদদাতা
বিয়ানীবাজার পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি মেয়র প্রার্থী আবু নাসের পিন্টু। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা করেন।
গত ১৭ মে সমর্থক ও শুভাকাঙ্খিদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। বিগত ২০১৭ সালের ২৫ এপ্রিল পৌরসভার প্রথম নির্বাচনে বিজয়ী মেয়র প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন পিন্টু।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে আবু নাসের পিন্টু বলেন, বর্তমান সরকারের অধিনের কোন নির্বাচনে আমার দল বিএনপি অংশ নিচ্ছে না। নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে দলের কোন নির্দেশনা ছিল না। দলের প্রতি আনুগত্য এবং এলাকার এলাকার মানুষের প্রতি আন্তরিকতা থেকে আমার মনোনয়নপত্র আজ প্রত্যাহার করেছি। বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।