বিয়ে করে স্ত্রীকে বাড়িতে তোলার আগেই করোনায় বরের মৃত্যু
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
বিয়ে করেছিলেন গত বছরের নভেম্বর মাসে। পরিকল্পনা ছিল এবারের কোরবানী ঈদের পরেই বিয়ে পরবর্তী অনুষ্ঠান সম্পন্ন করে স্ত্রীকে ঘরে তুলবেন। কিন্তু তার আগেই করোনা কেড়ে নিল বরের প্রাণ। গত শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ নিয়ামুল কবীর (২৭)। তিনি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী প্রোগ্রামার ছিলেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মাঝে।
স্বামীর মৃত্যুর পর করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ অবস্থায় স্ত্রীর চিকিৎসা চলছে বাবার বাড়িতে। নিয়ামুল কবীরের স্ত্রী ঢাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান জানান, শেখ নিয়ামুল কবীর করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। এরপর পরীক্ষার জন্য নমুনা দেন। ফলাফল আসার আগেই তার অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। পরে নমুনা পরীক্ষার ফলাফলে তার কভিড পজিটিভ শনাক্ত হয়।