বুয়েটে কর্মকর্তা পদে চাকরির সুযোগ, আবেদন ফি ৭৫০
১. প্রো-ভাইস চ্যান্সেলর অফিস
সহকারী রেজিস্ট্রার (কো-অর্ডিনেশন)-এর ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা
২. পানি সম্পদ কৌশল বিভাগ
সহকারী এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ারের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৩. ডাইরেক্টরেট অব কন্টিনিউইং এডুকেশন
(ক) প্রশাসনিক অফিসারের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
(খ) সায়েন্টিফিক অফিসারের ৪টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৪. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
সহকারী মহিলা ওয়ার্ডেন-এর ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৫. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
সহকারী টেকনিক্যাল অফিসারের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আবেদন করবেন কিভাবে?
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম এই ওয়েবসাইট (regoffice.buet.ac.bd) থেকে ডাউনলোড করতে হবে। ১২ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে এ লিংকে (https://regoffice.buet.ac.bd/wp-content/uploads/2022/03/Adv_ofcr_30_03_22.pdf)
আবেদন ফি
কম্পট্রোলার বুয়েটের অনুকূলে ৭৫০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিসের নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় নগদ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ এপ্রিল, ২০২২
বুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর সকল সার্কুলার পেতে ভিজিট করুন বিয়ানীবাজারেরডাক২৪। এছাড়া জেলার চাকরির খবর সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। বুয়েট চাকরি বাংলাদেশের বহুল কাংখিত চাকরিগুলোর মধ্যে একটা। আজকের সরকারি চাকরির খবর পেতে আমাদের প্ত্রিকা নিয়মিত ভিজিট করুন।