বড়লেখায় খুন হওয়া সেই জাকারিয়া পেয়েছে ‘এ’ গ্রেড
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের ১০ দিন আগে খুন হওয়া সেই জাকারিয়া হোসেন জিপিএ ৪.৬০ পেয়ে পাস করেছে।
রোববার দুপুরে ফলাফল জানার পর নিহত জাকারিয়ার বাবা-মা, স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও সহপাঠীদের চোখ অশ্রুসজল হয়ে উঠে। বাবা-মায়ের সঙ্গে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
জাকারিয়া হোসেন উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে আরেঙ্গবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সালাহ উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত ২১ মে রাত ৮টায় দোকানের পাওনা টাকা চাইতে গিয়ে প্রবাস ফেরত যুবক আজিম উদ্দিনের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী জাকারিয়া হোসেন খুন হয়। ছেলে খুনের ঘটনায় সালাহ উদ্দিন প্রবাস ফেরত আজিম উদ্দিনকে প্রধান আসামি করে থানায় মামলা করেন।
নিহত স্কুলছাত্র জাকারিয়া হোসেনের বাবা সালাহ উদ্দিন জানান, এসএসসি পরীক্ষার ফলাফল জানার আগেই খুনি আজিম উদ্দিন আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনার ১০ দিন পরও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।