বড়লেখায় টিলা কাটায় ৩ লাখ টাকার দণ্ড!
বড়লেখা প্রতিনিধিঃ
বড়লেখা উপজেলায় টিলা কাটার দায়ে দুই ব্যক্তিকে ৩ লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জফরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। অভিযানকালে ওই এলাকায় টিলার মাটি কাটার প্রমাণ পেয়ে বদরুল ও ইসলাম নামের দুই ব্যক্তির প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপ পরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান (১৬ নভেম্বর) সন্ধ্যায় বলেন, ‘পাহাড়-টিলা কাটা বন্ধে নিয়মিত আমাদের অভিযান পরিচালনা করা হবে।’