বড়লেখায় রাতের আঁধারে ৫ শতাধিক লেবু গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

মৌলভীবাজারের বড়লেখায় গভীর রাতে একটি লেবু বাগানের প্রায় ৫ শতাধিক লেবু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার উত্তর শাহবাজপুরের কুমারশাইল (কাঠালগুল) গ্রামের এমদাদুর রহমানের লেবু বাগানে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন লেবু চাষী এমদাদুর রহমান।

এ ঘটনায় এমদাদুর রহমান বাদী হয়ে আজ শনিবার বিকেলে কুমারশাইল গ্রামের নিজাম উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে শাহবাজপুর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে কান্না জড়িত কন্ঠে এমদাদুর রহমান বলেন, এই লেবু বাগানটি আমার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। কিন্তু দুর্বৃত্তরা সব গাছ কেটে আমাকে পথে বসিয়ে দিয়েছে। তিনি বলেন, প্রত্যেকটি লেবু গাছে প্রচুর ফলন হয়েছিল। এখন আমার সব শেষ হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জেরে অভিযোগ দায়েরকৃত ব্যক্তি গাছগুলো কেটে ফেলেছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় এমদাদুর রহমান লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *