ভারতে করোনা আক্রান্ত হয়ে একদিনে মারা গেলো দুই হাজার
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
ভারতে লকডাউন এখন শিথিল করার পথে, মসজিদে চলছে দূরত্ব মেনে নামাজ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে একদিনে ২ হাজারের বেশি জন মানুষ মারা গেছে। অথচ এর আগে এখন পর্যন্তএকদিনে দেশটিতে মৃত্যুর সংখ্যা এক হাজারও ছাড়ায়নি কখনো।
ইউরোপে যখন স্পেন,ইতালি বা ইংল্যান্ডে সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ ছিল তখনও এত বড় সংখ্যায় মানুষ কমই মারা গেছে।
যদিও দেশটিতে শনাক্তের মধ্যে চলমান রোগীর তুলনায় সুস্থ হয়ে যাওয়া রোগীর সংখ্যা বেশি।
কিন্তু এর আগে এক হাজার বা এর চেয়ে বেশি লোক মারা যায়নি।
এর আগে ভারতে একদিনে সর্বোচ্চ মারা যান ৩৯৫ জন।