মাত্র একশো টাকায় বাড়ি কেনা যায় ইতালিতে!
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
বাড়ি কিনতে চান? তাহলে চলে যান ইতালিতে। বাজেট নিয়ে চিন্তিত হবার কিছু নেই। কারণ, মাত্র এক ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় ১০০ টাকা খরচ করে কেনা যাবে বাড়ি।দেশটির ল্যাটিয়াম অঞ্চলের মেনজা শহরে এমন সুলভ মূল্যে বাড়ি কেনার সুযোগ দিচ্ছে স্থানীয় মেয়র ক্লডিও স্পেরদুতি।
ল্যাটিয়াম অঞ্চলে শহরগুলোর মধ্যে বাড়ি বিক্রির ঘোষণা এটিই প্রথম। এছাড়া ইতালির ‘ওয়ান ইউরোর’ হোম প্রোজেক্ট হিসেবে মেনজা শহরটি সবশেষে যু’ক্ত হয়েছে।
নান্দনিক সব ডিজাইনের বাড়িগুলো এভাবে বিক্রির পেছনে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
পরিকল্পনা অনুযায়ী, গ্রামগুলোকে দূরবর্তী অঞ্চলে পর্যটনের প্রসার বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী মাত্র এক ইউরোতে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এসব বাড়ি কেনার আগে অবশ্যই কিছু শর্তও আছে। জরাজীর্ণ এ বাড়িগুলোর সংস্কার কাজ ক্রেতাকেই করতে হবে।
এছাড়া বাড়িগুলোতে ক্রেতারা বসবাস করবে নাকি রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করা হবে তা আগেই জানিয়ে দিতে হবে কর্তৃপক্ষকে। একই সাথে পাঁচ হাজার ইউরো বা বাংলাদেশি টাকায় পাঁচ লাখ টাকা জামানত হিসেবে জমা রাখতে হবে।
অবশ্য বাড়ি কিনে তা মেরামতের পর টাকাগুলো ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৬৮ সালে ভূমিকম্পের পর ইতালির একটি শহর জনশূন্য হয়ে দীর্ঘদিন পড়ে থাকার পর সেখানকার মেয়র বাড়িগুলোকে মেরামত করে নামমাত্র দামে সেগুলোকে নিলামে তোলার ব্যবস্থা করেন। সেই প্রচেষ্টা সফল হয়েছিল। এরপর একই পথে হাঁটে মু’সোমেলি। এবার এ তালিকায় যু’ক্ত হলো মেনজা শহরের নাম।