মাথিউরায় ইউপি সদস্যকে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের সদস্য মো: হাসনুল হক (৪৮) কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তার প্রতিপক্ষ। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে তার উপর এ হামলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মামলা সূত্রে জানা যায়, ইউপি কার্যালয়ে যাওয়ার পথে মাথিউরা শেখলাল এলাকার সাবুল আহমদ গং এবং করিম গংদের মধ্যে সংর্ঘষের ঘটনা দেখতে পান। এ সময় তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেনকে ফোন করে জানাতে চাইলে আচমকা তার উপর হামলা চালানো হয়। এতে সাবুল আহমদের দায়ের কোপে তার মাথা কেটে গিয়ে রক্তাক্ত জখম হয়। এ সময় সাবুলের অপর সহযোগী বদরুল হক ও লোকমান আহমদও ইউপি সদস্য হাছনুল হককে মারধর করে। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় হাসনুল হক বাদী হয়ে উল্লেখিত ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।