মিথ্যা মামলায় ফাঁসাতে গিয়ে কারাগারে গেলেন নীলিমা!
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
নেত্রকোনার মদনে মিথ্যা মামলা করায় বাদী নীলিমা আক্তারকে (৩৫) বুধবার (০৬ অক্টোবর) কারাগারে প্রেরণ করেছেন মদন থানার পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নীলিমা আক্তার উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর পূর্বপাড়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, প্রতিপক্ষকে ফাঁসাতে ঘর ভাঙচুরের অভিযোগ এনে একই গ্রামের চারজনকে আসামি করে ১৭ জুন দ্রুত বিচার আইনে থানায় মামলা করেন নীলিমা আক্তার। মামলার তদন্তে ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। মিথ্যা মামলার ফাইনাল প্রতিবেদন ২৭ জুন কোর্টে প্রেরণ করেন তদন্তকারী কর্মকর্তা মদন থানার এস আই মোশারফ হোসেন ফরাজী। পরে কোর্ট বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাকে গ্রেপ্তার করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা করায় বাদী নীলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।