মুখোমুখি: মানুষ ও প্রকৃতি মোহাম্মদ শামছ উদ্দিন
এই শরতে শিউলি ফোটেনি একটিও,
কাশ ফুল করেছে ভীষন অভিমান,
মেঘ ছেড়া রোদ দেখিনি একফোঁটাও,
দোলন চাঁপার রঙ হয়েছে ম্লান।
নদীর বুকে চর জেগেছে খরায়,
কৃষাণির চোখে বয়ে চলে খরস্রোতা,
আমার গলির আবছায়া এক কোনায়,
বিদুষী যুবতী হয়ে যায় ধর্ষিতা।
এই শরতে বহেনা হিমেল হাওয়া,
গাঁয়ের উঠোনে হবেনা পুঁথির আসর,
শীত পাঠালো কাশফুলের হাতে চিঠি,
বসন্তও নাকি আসছেনা এবার।
জোনাকি পোকা দিয়েছে নাকি আড়ি,
সন্ধ্যা প্রদীপ জ্বলবেনা কোন ঘরে,
শিশির ভেজা সকাল দিয়েছে পাড়ি,
রৌদ্র-দুপুর খাঁ খাঁ করে শুধু মরে।
হেমন্ত তার ভরা মৌসুমের ঘ্রানে,
আসবেনা শুধু বলছে অনুক্ষণ,
মানুষ মরছে মানুষের অপমানে,
প্রকৃতি করেছে ধনুকভাঙা পণ।
মানব প্রকৃতির এ কেমন লীলা হাঁয়,
অসুরের সাথে সুরের এমনি খেলা,
বৈশাখ আসে বসন্ত মিলায়ে যায়,
হঠাৎ দেখি এসেছে গোধূলি বেলা।
অস্ত রাগের রবী কে শুধু বলি,
মুক্ত আমায় করো এ বাঁধন থেকে,
অনুক্ত আবেগে সে যায় কেবলই চলি,
বাঁধন আমায় আকড়েই ধরে থাকে।
হঠাৎ দেখি চারিদিকে মোর শিকল,
ভিতরে আমি মরমে মৃত বন্দি,
শরতের হাতে চাবি একখানা বিকল,
আমার সাথে করবে এবার সন্ধি।
(২৬ অক্টোবর,২০২০, উপশহর)