যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্র খুলছে আগামী রবিবার
বিয়ানীবাজারের ডাকঃ
বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় যুক্তরাজ্যের ভিসা আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে। আগামী ১২ জুলাই (রবিবার) থেকে যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্র খুলছে।
আজ বুধবার (৮ জুলাই) যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্র ভিএফএস গ্লোবাল এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, আগে থেকে আবেদন করে তারপর ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে। আবেদনকারীদের ভিসা আবেদন কেন্দ্রে নিরাপদ শারীরিক দূরত্ব বজায়, মাস্ক পরিধান, তাপমাত্রা ইত্যাদি বিধি মেনে চলতে হবে।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা আবেদন প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ ছিল।