যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বিয়ানীবাজার পৌর মেয়র মো. আব্দুস শুকুর
বিয়ানীবাজারের ডাকঃ
একমাস যুক্তরাজ্যে পারিবারিক সফর শেষে সোমবার (২৬ অক্টোবর) দেশে ফিরেছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর।
তিনি আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় মেয়র আব্দুস শুকুরকে ফুল দিয়ে স্বাগত জানান বিয়ানীবাজার পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জী, নকশাকার আশরাফুল ইসলাম, কাউন্সিলর নাজিম উদ্দিন, মিসবা উদ্দিন, সাংবাদিক মুকিত মুহাম্মদ, ছাত্রনেতা সিদ্দিক আহমদ, মাসুদ আহমেদ জনি, এম. বেলাল আহমদ প্রমুখ।
উল্লেখ্য,গত ২৭ সেপ্টেম্বর পারিবারিক সফরে লন্ডন যান বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর।