রোমে ঢাকার সব ফ্লাইট ৭ দিনের জন্য স্থগিত
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
বাংলাদেশের সবধরনের ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করেছে ইতালি সরকার। ঢাকা থেকে যাওয়া অভিবাসীদের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়ায় দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।
ইতালির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এ পর্যন্ত বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীদের মধ্যে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত সোমবার ঢাকা-রোমের একটি ফ্লাইটের ‘উল্লেখযোগ্য সংখ্যক’ যাত্রীর করোনাভাইরাস পজিটিভ এসেছে। এ কারণে বাংলাদেশ থেকে সিডিউল এবং স্পেশাল সব ধরনের ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
অপর দিকে আগামী ১৫ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে টার্কিশ এয়ারলাইন্স। বাংলাদেশে ১ জুলাই থেকে ফ্লাইট চালুর অনুমতি পেয়েছিল টার্কিশ।
তবে তুরস্কের সিভিল এভিয়েশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে বলে জানায় টার্কিশ এয়ারলাইন্স।
জানা গেছে, ইতালির ফ্লাইট বন্ধের এই সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও শেঙ্গেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করবে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।