শনিবার সিলেট আসছেন হেফাজতে ইসলামের আমীর ও মহাসচিব

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় আমীর ও মহাসচিব সিলেট আসছেন শনিবার।  ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী সাঃ এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নগরীর ঐতিহাসিক সিটি পয়েন্টে আগামীকাল ২১ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী। কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হুসেইন কাসেমী, আল্লামা মামুনুল হক, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সমাবেশ সফলের লক্ষ্যে সকল উপ-কমিটি ও আহবায়কবৃন্দ নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সকল দাওয়াতী উপ-কমিটি, অর্থ উপ-কমিটির দায়িত্বশীলগণ ১৯ নভেম্বর বৃহস্পতিবার এদারা ভবনে বাস্তবায়ন কমিটির সম্মেলনে কাজের বিবরণী পেশ করেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেটের নবাগত পুলিশ কমিশনার নিশারুল আরিফের সাথে সাক্ষাৎ করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের নেতৃত্বে পুলিশ কমিশনারের সাথে আলোচনায় অংশ গ্রহণ করেন বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, মাওলানা এনামুল হক, মাওলানা মুজিবুর রহমান কাসেমী ও কারী মাওলানা সিরাজুল ইসলাম।

এসএমপি’র কমিশনার এ সময় বলেন, আমি শাহজালালের পুণ্যভ‚মিতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। বিক্ষোভ সমাবেশ সফল করতে আমরা সকল প্রকার সহযোগিতা করবো ইনশা আল্লাহ। দেশের কল্যাণে আলেম সমাজ সর্বদা তৎপর। শান্তি-শৃঙ্খলা অক্ষুন্ন রাখা সকলের দায়িত্ব। পুলিশ কমিশনার বলেন, যতদিন এ মাটিতে কাজ করবো সম্মানের সাথে যেন করতে পারি। মানুষের ভালবাসাই হচ্ছে আমাদের পথ চলার সোপান। এ সময় পুলিশ কমিশনার কার্যালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ শনিবারের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল বাস্তবায়িত করতে সকলকে উদ্ধাত্ত আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *