শান্তিগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ২
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পূর্ব পাগলা ইউনিয়নের কাড়ারাই গ্রামে বজ্রপাতে ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুর দেড়টায় খাড়ারাই গ্রামে বাড়ির পাশের ধান শুকানোর খলায় কাজ করছিলেন গ্রামের একাধিক কৃষক। তখন মুষলধারে বৃষ্টিপাত শুরু হলে খলাতে থাকা খড়ের উরায় আশ্রয় নেন কৃষককেরা। তখন প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে বজ্রপাতে আহত হন একই গ্রামের আশিকুর রহমানের ছেলে রিপন আহমদ, তার ভাই রফিক আলী ও ভগ্নীপতি, পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি গ্রামের মৃত মুন্সন উল্লার ছেলে আবদুস সোবহান (৪০)।
গুরুতর আহতাবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আবদুস সোবহানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।
বজ্রপাতে দুইজন আহত ও একজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী।