শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরেক দফায় বাড়তে পারে
৬ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরেক দফায় বাড়তে পারে
৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে জানতে চাইলে বলেন, ‘অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন, যেহেতু সংক্রমণের হার এখন প্রায় ৩০ শতাংশ। হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা নিয়মিত অবস্থা পর্যালাচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।’
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ৩০ জানুয়ারি জারি হওয়া এক নির্দেশনায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। আর বিশ্ববিদ্যালয়গুলোকেও একই সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। সে প্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ রেখে অনলাইনে ক্লাস চালানোর নির্দেশনা দেয়া হয়েছে