শ্রীমঙ্গলে চা বাগান থেকে লাশ উদ্ধার
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ভেতর থেকে নুরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শুক্রবার সকালের দিকে উপজেলার গান্ধী ছড়া চা বাগানের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত ছগির মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, নিহত নুরুল ইসলাম পেশায় একজন কৃষক। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
নুরুলের ভাই আবুল মিয়া বলেন, “নুরুল বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। সকালে আমরইল ছড়া চা বাগানের ৩ নম্বর সেকশনে একটি লাশ পড়ে আছে বলে এলাকাবাসীর কাছে জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই।”
তিনি বলেন, “বৃহস্পতিবার শেষ রাতেও বৃষ্টি হয়েছে। কিন্তু ভাইয়ের পুরো শরীরের কাপর শুকনো। তাকে অন্য কোথাও হত্যার পর ভোর বেলা চা বাগানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, সাতগাঁও ইউনিয়নের আমরইল ছড়া চা বাগান থেকে শুক্রবার সকালে লাশটি পাওয়া যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন,ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।