শ্রীমঙ্গলে নকল হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই জব্দ
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নকল ও বেশি দামে স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত সামগ্রী বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই জব্দ করা হয়।
সোমবার (২৯ জুন) দুপুরে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি।
অভিযানে শহরের সাইফুর রহমান মার্কেটের ভ্রাম্যমাণ বিক্রেতা হাসু তালুকদারকে নকল হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই বিক্রির দায়ে ২০ হাজার টাকা, শহরের হবিগঞ্জ সড়কের জয়ন্তী এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে স্যাভলন বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় স্বাস্থ্য সুরক্ষার ব্যবহৃত বিভিন্ন নকল পণ্য জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন বলেন, করোনার এই সংকটকালে নকল স্বাস্থ্য সুরক্ষা পণ্য বেচাকেনা করা কোনভাবেই মেনে নেয়া হবে না। এজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নকল স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহিত পণ্য বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।