সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫০ লাখ ছাড়াল
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দীর্ঘ সময় ধরে দেশটিতে দাপট দেখাচ্ছে এই ভাইরাস। দেশটিতে আক্রান্তের সংখ্যা এরইমধ্যে ৫০ লাখ ছাড়িয়ে গেছে। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মহামারীতে একক কোনো দেশে এত সংখ্যক মানুষের আক্রান্তের ঘটনা এটিই প্রথম।
করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৩২ হাজার ১৭৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৮০৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২৪ লাখ ৭৬ হাজার ৬৬৮ জন। গুরুতর অসুস্থ ২৭ লাখ ৩৯ হাজার ৪৭২ জন।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬ টা) পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে।
চব্বিশ ঘণ্টার হিসেবে দৈনিক মৃত্যুর এই সংখ্যাটি তিন মাসের মধ্যে সর্বাধিক। যুক্তরাষ্ট্র সবশেষ দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল গত ৮ মে। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের সর্বাধিক।
এদিকে চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ধরা পড়েছে আরও প্রায় ৬০ হাজার মানুষের দেহে।
আক্রান্ত-মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্ত ২৯ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে,এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৮ হাজার মানুষের।
উপমহাদেশের বৃহত্তম দেশ ভারত আক্রান্তে তৃতীয়স্থানে আছে,২০ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যুতে পঞ্চমস্থানে আছে দেশটি, সাড়ে ৪১ হাজার।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯২ লাখ, মৃত্যু ৭ লাখ ১৭ হাজার। সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লাখ। বর্তমানে বিশ্বে করোনায় চিকিৎসাধীন রোগী আছেন ৬১ লাখ ৮২ হাজার।
তথ্যসুত্র: যুগান্তর