সমাজসেবক বাহাদুর আলীর দাফন সম্পন্ন: বিয়ানীবাজার প্রেসক্লাবের শোক
নিজস্ব সংবাদদাতা
বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়ের পিতা বিশিষ্ট সমাজসেবক বাহাদুর আলী (৭৮) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ২টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। গত মঙ্গলবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তাঁর ইন্তেকাল হয়। মরহুমের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। তিনি আদমজী জুট মিলের সাবেক কর্মকর্তা ছিলেন।
মরহুমের জানাযায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে বাহাদুর আলীর মৃত্যুতে বিয়ানীবাজার প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি সজীব ভট্রাচার্য এবং সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম এক বিবৃতিতে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনও মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।