সরল অংক -মোহাম্মদ শামছ উদ্দিন
বিষন্ন গোধূলি ভাবে সূর্য ডুবার আগে,
প্রাতের সূর্য কি মোর আগে জাগে?
আদি থেকে অন্ত সেতো আমি বহমান,
সূর্য কি আর হতে পারে আমার সমান?
সূর্য ভাবে আমি জাগি তুমি অস্তগামী,
এ জগতে কিছু নেই মোর চেয়ে দামি।
আমার আলোকে ভাসে পুরো জগতভুমি,
তোমার বিষন্ন বিদায় চির দিবসযামী।
উর্ধ্ব-আকাশ থেকে শুধু হাসেন অন্তর্যামী,
আমি শুধু জানি দোহে কতটুকু দামি।
কালের জটিল সুত্রে একটি সরল কথা,
দোহের বিরহী হিয়া একই সুতোয় গাঁথা।
আমি যাহা জানি তোমরা জানো নাকো,
দোহের অমিল দিয়ে আমি বাঁধি সাঁকো।
(সুবহানআল্লাহ)
(নভেম্বর ৩-২০২০, উপশহর সিলেট)