সিলেটের আল হামরা শপিং সিটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত আল হামরা শপিং সিটিতে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ টাকা বেকয়া হোল্ডিং টেক্স আদায় করেছন। এছাড়া ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে ৬ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠােনর কাছ থেকে ১৯ হাজার টাকা বকেয়া ফি আদায় করেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ এ অভিযান পরিচালনা করেন। আল হামরা শপিং সিটির প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযােন সিসিকের কর কর্মকর্তা মো. রমিজ মিয়া, লাইসেন্স কর্মকর্তা মো. আব্দুল আজিজ সহ সিসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
Pingback: সিলেটে প্রবাসী পরিচয়ে শতাধিক তরুণীর সর্বনাশ, অবশেষে পুলিশের খাঁচায় বন্ধী - বিয়ানীবাজারের ডাক ২৪