সিলেটের উপশহরে যুবকের মরদেহ উদ্ধার
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
সিলেট নগরীর উপশহর এলাকায় ইফজাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানা।
বৃহস্পতিবার (২৫ জুন) আনুমানিক ১১ টার দিকে এ যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা যায়। এ তথ্য নিশ্চিত করেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, মৃত যুবক রাতে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে ছিলেন। পরে সকাল হলে তাকে পরিবারের সদস্যরা ঘরে না তাকে খুঁজাখুঁজি করতে শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পিছনের দিকের একটি দরজা খোলা দেখতে পেয়ে সেখানে যান তার পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তার পরিবারের সদস্যরা। পরে বাড়ির লোকজনের আহাজারি শুনে প্রতিবেশীরা পুলিশে খরব দিলে মরদেহটি উদ্ধার করে শাহপরান (রহ.) থানা পুলিশের সদস্যরা।