সিলেটে এক দিনে ৬ চিকিৎসকসহ ১১৮ জনের করোনা শনাক্ত
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ১১৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৩৯ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৯ জনের শরীরে শনাক্ত হয় করোনা।
বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের নমুনা পরীক্ষা করা তাদের মধ্যে ৩৯ জনের শরীরে পাওয়া যায় করোনার অস্তিত্ব। আক্রান্তদের মধ্যে ছাতকের ১, মৌলভীবাজারের ৩, সিলেটের দক্ষিণ সুরমার ১ ও বিয়ানীবাজারে ২ জন রয়েছেন। বাকি ৩২ জন সিলেট মহানগরের বিভিন্ন জায়গায় বসবাস করেন। এরমধ্যে ৬ জন চিকিৎসক রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষা শেষে ৭৯ জনের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব। আক্রান্তদের মধ্যে সিলেটের ২৭, সুনামগঞ্জের ৩০ ও হবিগঞ্জ জেলার ২২ জন রয়েছেন।