সিলেটে ওসমানীতে ৪৪ জন এবং শাবি’র ল্যাবে ১২০ জনের করোনা শনাক্ত
বিয়ানীবাজারের ডাকঃ
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৪৪ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।
সোমবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের নমুনা পরীক্ষা করা হয় তাদের মধ্যে এই আক্রান্তের সংখ্যা শনাক্ত হয়েছে।
জানা গেছে আক্রান্তদের মধ্যে ১১ জন মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া দুই জন সুনামগঞ্জের ছাতকের এবং অন্যান্যরা সিলেট মহানগর, সদর, ফেঞ্চুগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় বসবাস করেন।
এ নিয়ে সিলেট জেলায় ৪ হাজার ৬৭০ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬১৮, হবিগঞ্জে ১ হাজার ২৬২ এবং মৌলভীবাজারে ১ হাজার ১২৩ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ১২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা সাম্প্রতিককালের মধ্যে একদিনেই সিলেটে এতো বেশি করোনা রোগী শনাক্ত হল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, সোমবার শাবির ল্যাবে ৩৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ১২০ জন করোনাভাইরাসের রোগী পাওয়া যায়।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে সিলেটের ২৭, সুনামগঞ্জের ২৯ ও হবিগঞ্জ জেলার ৩৪ জন রয়েছেন।