সিলেটে ওসমানীর ল্যাবে ৫ চিকিৎসকসহ আরো ৬১ জনের করোনা শনাক্ত
বিয়ানীবাজারের ডাকঃ
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরিক্ষায় নতুন করে ৬১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। আক্রান্তদের মধ্যে ৫ জন চিকিৎসকও রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার কলেজ ল্যাবে ২৮২ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ৬১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।
জানা গেছে,আক্রান্তদের মধ্যে ৩৩ জনই মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা। বাকি ২৮ জন সিলেট মহানগর ও সদর উপজেলা এবং হবিগঞ্জের বিভিন্ন জায়গায় বসবাস করেন।