সিলেটে করোনায় মৃতের সংখ্যা দেড়শ’ ছাড়ালো
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। তারা সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যু দেড়শ ছাড়ালো। এছাড়া সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০৬ জন। এদের মধ্যে সিলেট জেলার ৪১ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারের ৩৬ জন। এই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ৬৭ জন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৯৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৪৭৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫৫০, হবিগঞ্জে ১ হাজার ২২৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৪৬ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের ৩ হাজার ৭৬৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ১৫৫, সুনামগঞ্জে ১ হাজার ১৮৯, হবিগঞ্জে ৭৯৪ ও মৌলভীবাজারে ৬২৮ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন। আর সিলেট বিভাগে গতকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১১, সুনামগঞ্জে ১৬, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।