সিলেটে চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীসহ আরো ৪০ জন করোনায় আক্রান্ত
বিয়ানীবাজারের ডাকঃ
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসি-আর ল্যাবে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন আরো ৪৪ জন। আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এর ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩১৩।
শুক্রবার (১০ জুন) রাত দশটায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাব সূত্র জানায়, আজ (শুক্রবার) দৈনিক নমুনা পরীক্ষা শেষে ৪০টি নমুনা করোনা ভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী আক্রান্তদের অধিকাংশ সিলেট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনাক্ত হওয়া ৪০ জনের তালিকায় দুইজন চিকিৎসক, আইনশৃঙ্খলাবাহিনী এবং একাধিক স্বাস্থ্যকর্মী রয়েছেন।
শুক্রবার (১২ জুন) সকাল পর্যন্ত সিলেট জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিলো ১২৭৩ জন। রাত দশটায় ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবের ফলাফলের ভিত্তিতে এই সংখ্যা তেরো শ’ ছাড়ালো।
এদিকে আজ (শুক্রবার) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত পিসিআর ল্যাবে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ১৪ জন সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।