সিলেটে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ

বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ বিভাগে আগস্ট মাসে প্রতিদিন গড়ে ১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। আগস্ট মাসের ২৭ দিনে আক্রান্তের সংখ্যা ৪৩৯ জন। আর চলতি মওসুমে এ সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৯, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ৪ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় ৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। বছরের শুরু থেকে এ নিয়ে বিভাগে মোট ৮০৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে এপ্রিলে ১ জন ও মে মাসে ১ জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। চলতি আগস্টের ২৭ তারিখ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *