সিলেটে তরুণের কবল থেকে কিশোরী উদ্ধার
সিলেটে এক তরুণের কবল থেকে ‘অপহৃত’ এক কিশোরীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। এসময় ‘অপহরণকারী’ তরুণকে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (৪ মার্চ) রাত পৌনে ৯টার দিকে সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লার একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার ও ‘অপহরণকারীকে’ গ্রেফতার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের এক বিজ্ঞপ্তিতে জানান, নগরীর পশ্চিম পীরমহল্লার ঐকতান-১৪১/৩ বাসার ভাড়াটে নুর ইসলাম (২০) এক কিশোরীকে অপহরণ করে নিয়ে এসে তার বাসায় রাখেন। এ বিষয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এসএমপি’র এয়ারপোর্ট থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর এয়ারপোর্ট থানার একদল পুলিশ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে অপহৃত ওই কিশোরীকে উদ্ধার ও নুর ইসলমাকে গ্রেফতার করে।
নুর ইসলাম চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দেবীপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। উদ্ধারকৃত ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে এবং আসামি নুর ইসলামকে আজ (শনিবার- ৫ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে।