সিলেটে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৯
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) রাত ও দুপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির ও ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিনের নির্দেশনায় এসআই আবুল হোসেন, এসএই পলাশ কানু, এসআই আব্দুল আজিজ, এএসআই রিমন খান, এএসআই আবু সায়েদের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইসমাইল আলী, আমিনুর রহমান, হাসান আলী, জনি আহমেদ, সুমন চন্দ্র, হাসান আহমেদ, সেলিম মিয়া, ফাইয়াজ মিয়া, জুয়েল আহমেদ, বাছিত, আফজল, জয়নাল আবেদীন, মিনহাজ উদ্দিন শাহান, এস জামান লিমন, ধন মিয়া, তাজুল ইসলাম, রফিক, মো. বিল্লাল মিয়া, রহমত।
বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন।