সিলেটে মা ও শিশু হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা
বিয়ানীবাজারের ডাকঃ
সিলেট নগরীর সোবহানীঘাটস্থ মা ও শিশু হাসপাতালকে ৬লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। অভিযানের শুরুতে র্যাব হাসপাতালের ল্যাবসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করে। এরআগে মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে একাধিকবার ভুল চিকিৎসার অভিযোগ করেন ভুক্তভোগিরা।
বিষয়টি নিশ্চিত করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। তিনি বলেন, অপারেশনের কক্ষ খুবই নোংরা। এই কক্ষটি নিজেদের কক্ষ হিসেবে ব্যবহার করা হত। সেই সাথে ল্যাব পরিচ্ছন্ন নয়।