সিলেটে শাহজালালের মাজার থেকে ভূয়া নারী পুলিশ আটক

বিয়ানীবাজারের ডাকঃ  

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার থেকে হালিমা বেগম (২৫) নামের এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হালিমা বেগম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা আব্দুল জলিল ওরফে জিলালের মেয়ে।

কোতোয়ালী মডেল থানার এসআই মো. আব্দুল বাতেন ভূঁইয়া জানান, রবিবার রাতে শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেটের সামনে টহল পুলিশ একজন মহিলাকে পুলিশের ইউনিফর্ম পড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।

তিনি জানান, আটককৃত হালিমা বেগমের গ্রামের বাড়ীতে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ জন্য তিনি গত শনিবার পুলিশের ইউনিফর্ম পড়ে গ্রামে যান। সেখান থেকে রবিবার সকালে পুলিশের ইউনিফর্ম পড়ে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজারে আসেন।

তিনি আরো জানান, অসৎ উদ্দেশ্যে কোন সুবিধা লাভের আশায় পুলিশের ইউনিফর্ম পড়েছিলেন হালিমা। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *